তুমি ছিলে দ্রোহের কবি
ছিলে যে সমতার পাখী।
তোমার গাওয়া সাম্যের গীতি
কেমন করে  ভুলে থাকি?


তুমি ছিলে ন্যায়ের সৈনিক,
ছিলে প্রতিবাদী কবি।
উজ্জ্বল হয়ে আছো তুমি
যেমন আকাশ মাঝে রবি।


তোমার হাতের লেখা পাঠে
চেতনা পায় সকল পাঠক।
দ্রোহের কণ্ঠে লিখে গেলে
গান কবিতা গল্প নাটক।


ভেদাভেদ সব ভুলে গিয়ে
লিখলে মনবতার তরে।
তাইতো‌ আজো বেঁচে আছো
বাঙালিদের হৃদয় ঘরে।


সাহিত্যের ঐ‌ ইতিহাসে
তুমি যে এক না ঝরা ফুল।
অম্লান হয়ে থাকবে তুমি
সবার প্রিয় কবি নজরুল।