প্রতিদিন বসে কবিতা পড়ি আমি বারেবার
ভাবিলাম- আমিও রচিব একটি কবিতা এবার।
আমার এ প্রথম কবিতায় কী লিখিব,
কেমন করে মনের ভাব প্রকাশ করিব;
ভাবিতে ভাবিতে আসিল মনে প্রাক্তনার কথা
উদিত হল এ বুকে কত শত ব্যথা।
কলম নিয়ে হাতে বসিলাম লিখিতে,
অশ্রুসিক্ত নয়নে, ব্যতিথ চিত্তে;
প্রথম কবিতায় লিখিলাম আমি বিরহের গান।
প্রকাশ করিলাম কবিতার প্রতি ছন্দে
আমার এই ভাঙা হৃদয়ের কলতান।
লিখিতে লিখিতে চোখে আসিল অশ্রুর বন্যা
দিলাম তাই কবিতার নাম হৃদয়ের কান্না।
প্রতি চরণে ঝংকৃত হল তোমারই কথা
অশ্রুজলে সিক্ত হয়ে সেদিন রচেছিলাম
আমার জীবনের প্রথম কবিতা।