ধীরে ধীরে মাহে সাবান হইল এবার বিদায়।
আকাশ পানে রমজানের চাঁদ হল আজি উদয়।
খুশির ঢল নামছে দেখো মুসলমানদের ঘরে।
উপাসনা করবে সবাই দয়াল খোদার তরে।


শান্তির বার্তা নিয়ে ধরায় এসেছে ঐ রমজান।
শৃঙ্খলিত হলো এবার যত আছে শয়তান।
রহমত বরকত বর্ষণ হবে এসব বান্দার তরে,
যারা নাকি আদেশ মতো সিয়াম পালন করে।


জান্নাতের ঐ দরজাগুলো খুলে দিলেন রহমান।
জাহান্নমের দ্বার বন্ধ আজ, এসেছে যে রমজান।
রমজান মাসের রোজাগুলো শক্ত করে ঈমান।
দয়াল খোদা নিজের হাতে দিবেন ইহার প্রতিদান।


এই মাসেতে নাজাত পাবে যত আছো মুসলমান।
রোজাদারের খুশির খবর, ডাকছে তোদের রাইয়্যান।
ইহা হলো মোদের প্রতি আল্লাহ তালার শ্রেষ্ঠ দান।
মোবারক হো! মোবারক হো! সোনার মাহে রমজান।