কষ্ট প্রাপ্তির শেষ সীমান্তে
দাঁড়িয়ে আছি আমি একা।
দোয়ালে পিঠ লেগে গেছে।
কেউ নেই সাথে, কেউ নেই পাশে,
শুধু একটা ভগ্ন হৃদয় আর কিছু স্মৃতি।
তবুও বিবেক বলে-- "এগিয়ে চলো।"


যেদিকে তাকাই শুধু তপ্ত মরুভূমি,
নেই কোনো সবুজের চিহ্ন।
বিষাক্ত আমার বাতাস,
রক্তিম এ আকাশ।
আমার বাঁচার রাস্তা কই?
ন হয় মৃত্যুর রাস্তাটা বলে দাও।