(১)
পিতা মাতা শ্রেষ্ঠ সম্পদ এই ধরণীর পরে,
কত কষ্ট করেন তারা ছেলে মেয়ের তরে।
বড়ো হয়ে সন্তানেরা দিসনা তাদের ব্যথা,
বাবা মায়ের সেবা করলে স্বর্গ পাবে ঘরে।


                       (২)
এতো বড়ো হলে তুমি যাদের অপার দানে,
কটুকথা কভু তাদের শুনাবে না কানে।
সারা জীবন তাদের কথা মান্য করে চলো,
পিতা মাতা শ্রেষ্ঠ গুরু সবাই তাহা জানে।


                       (৩)
শিশু কালে আদর যত্ন করছে তারা কত,
লালন পালন করতে গিয়ে কষ্ট করছে শত।
আঁখি খোলে চেয়ে দেখো ঐশী গ্রন্থের কথা,
শোধ হবেনা তাদের দেনা সেবা করো যত।


                         (৪)
মা বাবাকে দুঃখ দিলে জীবন হবে নষ্ট,
সুখ পাবেনা ধরার মাঝে করবে অনেক কষ্ট।
বিফল হবে এই জীবনে আঁধার আসবে নেমে,
সঠিক রাস্তা ভুলে তুমি হবে লক্ষ্যভ্রষ্ট।


                       (৫)
আপন মনে বাবা মায়ের সেবা করো সবে,
সুখের জীবন পাবে তখন ধন্য হবে ভবে।
পিতা মাতার মনকে যদি খুশি রাখতে পারো,
পরকালে জান্নাত তোমার ঠিকানাটা হবে।