ভালোবেসে যাকে আমি
জায়গা দিলাম আপন বুকে।
সেজন আজকে ভুলে গিয়ে
মারছে আমায় ধুঁকে ধুঁকে।


চাঁদবদনী রূপটি দেখে
ভেবেছিলাম হবে সরল।
এখন দেখছি হৃদয়ে তার
পুষেছিল সাপের গরল।


কিভাবে যে বলব আমি,
পাইনা খুঁজে লিখার ভাষা।
কেমন করে এই নাগিনী
ভেঙে দিল আমার আশা?


এখন আমি নিরাশ হয়ে
ঘুরে বেড়াই পাগল বেশে।
নিজের জীবন নষ্ট করলাম
ভুল মানুষকে ভালোবেসে।


সবাই আজকে জেনে রাখো
আমার মতো করোনা ভুল।
মনটা দেখে ভালোবেসো
মিলবে তখন ঐ সুখের কূল।