একাকী বসে সাগর তীরে ভাবিতেছ বারে বার
কেমনে যাব ওপারে, কেমনে হব সমুদ্র পার।
দাঁড় বেয়ে গান গেয়ে এক মাঝি আসিল পারে,
ক্ষণিক চেয়ে দেখিলাম-- এতো সে চিনি উহারে।
শ্রবণ করিয়া এই পরিচিত কণ্ঠের মধুর গান,
আনন্দিত  হয়ে উঠিল আমার এ পরান।
“নিয়ে যাও, নিয়ে যাও”-- ডাকিলাম মাঝিরে;
নিয়ে যাও আমায় ওপারে, তোমার সঙ্গী করে।
আশা নিয়ে রাখিলাম দুটো পা, চড়িলাম তরী;
চলে যাব এবার মাঝি সনে, যাব এপার ছাড়ি।
কহিল মাঝি আমায় রাগাইয়া তার সুর,
তোমায় নিয়ে যেতে পারবনা আমি এতদূর।
নেমে পড়, নেমে পড়, ছোট আমার এই  তরী;
তোমায় নিলে আমি এ সমুদ্রে  ডুবে যাব মরি।
নেমে পড়িলাম তার কথায়, চাহিয়া দেখিলাম ফিরে-
আরেক যাত্রীকে নিয়ে চলছে তাহার সঙ্গী করে।
চলছে মাঝি সঙ্গী নিয়ে, চলছে আপন মনবলে;
আমার যা আশা ছিল তা বিসর্জন দিয়ে সাগর জলে।
বাকরুদ্ধ হয়ে পড়িলাম, অশ্রু আসিল নয়ন ভরে,
অপমানে নির্জীব হয়ে একা বসে রহিলাম সাগর তীরে।