জীবন চলার পথে, সকাল থেকে সন্ধ্যায়-
অনেক হারিয়েছি , আজ আর করিনে ভয়।
কত পেলাম, কত হারালাম, এ জীবন মাঝে;
লিখে রাখিনি কোন হিসেবের খাতায়।
চলতে চলতে, জীবনের এই দুর্গম পথে,
অচেনা হয়ে গিয়েছে কত আপনজন।
আজ আর দেখিনা কোন স্বপ্ন, করিনা কোন কল্পনা,
অজানা পথের পথিক আমি - নেই কোন বাসনা।
স্বপ্নগুলো হারিয়ে আজ আলোকহীন সংসারে,
বাঁচতে হয়,  তাই বেঁচে আছি নিসঙ্গ হয়ে।
হারাতে হারাতে আজ আমি নিঃস্ব হয়ে আছি,
বারে বারে সেই সুখের অতীত নিয়ে ভাবছি।
আর কত হারাবো, একদিন নিজেই হারিয়ে যাব,
স্রষ্টার ডাকে,  না-ফেরার দেশে পাড়ি দেব;
এ পৃথিবীর কাছে অচেনা হয়ে যাব।
আজ আমি আছি শুধু সেদিনের অপেক্ষায়!