ধরে নাও, আজ থেকে বেশ কয়েক বছর পরে
হঠাৎ করে --
কোনো এক বসন্তের বিকালে
কিংবা জৈষ্ঠ্যের তপ্ত দুপুরে,
কোনো এক শপিং মলের বারান্দায়
অথবা তেমাথার ওয়েটিং শেডে,
আমার সাথে তোমার দেখা হল।
ধরে নাও, তোমার পরণে কালো বোরখা থাকায়
আমি তোমায় চিনতে পারিনি।
তুমি আমায় ঠিকই চিনতে পেরে,
দেখেও না দেখার ভান করে, পাশ কেটে চলে যাবে,
নাকি সামনে এসে বিস্মিত কণ্ঠে বলবে --
"তুমি! ভালো আছ?............"


ধরে নাও, ব্যস্ততার দরুণ
কিংবা তোমার সঙ্গে থাকা স্বামীর ভয়ে
আমার সাথে কথা বলতে পারনি।
কিন্তু চলে যাওয়ার পর --
পুরানো স্মৃতিগুলো তোমার মনে পড়বে না?
হৃদয়ে কোনো কষ্ট অনুভব হবে না?
যদি হয় --
জেনে নিও, সত্যিকারের ভালোবাসা মরে না,
হৃদয়ের মাঝে বেঁচে থাকে অনন্তকাল।
আর যদি না হয় --
জেনে নিও, তুমি আমায় কোনোদিনও ভালোবাসো নি।