আমি জানিনা---
কে হিন্দু, কে মুসলিম, আর কে বা খ্রীষ্টান,
কে পড়ে গীতা, বাইবেল, আর কে কোরআন।
আমি শুনেছি --- "মানুষ মানুষের জন্য।"
সকল মানুষই এক কেহ নয়তো ভিন্ন।
তবে কেন মানুষে মানুষে এতো ভেদাভেদ?
কেন আমরা ভুলতে পারিনা এসব প্রভেদ?
চারদিকে আজ বাড়ছে শুধু হাহাকার।
আমি এক শান্তিকামী, শান্তি চাই সবার।


আমি জানিনা---
কে ধনী, কে গরীব, কে শিক্ষিত আর কে অশিক্ষিত,
জানিনা কে কোন গুরুর কাছে হয়েছে দীক্ষিত,
জানিনা কে কোন জাত, কে জমিদার আর কে মেথর।
আমি জানি একই রক্ত প্রবাহিত সবার ভেতর।
তবে কেন আজ জাত-পাত নিয়ে এত কথা?
কেন দরিদ্ররা আজ লাঞ্ছিত, নিত্য পায় ব্যথা?
কেন সবে পায়না আজ নিজের প্রাপ্য অধিকার?
আমি এক শান্তিকামী, শান্তি চাই সবার।


আমি জানিনা---
কে কী খায়, কী পরে বা কোন ভাষায় কথা বলে,
জানি সবাই মানুষ, জন্ম নিয়েছে মানব কোলে।
তবে কেন এ সমাজ আজ হয়েছে এত মন্দ?
কেন খাওয়া, পরা, ভাষা নিয়ে লেগে থাকে দ্বন্দ্ব?
মানুষের হাতেই মরছে মানুষ হাজার হাজার।
এসব হল ভাই-- মানব সভ্যতার নির্মম উপহার!
চাইনা এমন মানব, চাইনা এমন সভ্যতা আর।
আমি এক শান্তিকামী, শান্তি চাই যে সবার।