পাড়া গায়ের ছেলে আমি
নদীর ধারে ঘর।
শৈশবের ঐ স্মৃতিগুলি
হয়না কভু পর।


শৈশব কালে খোলা মাঠে
করতাম কত খেলা।
হাসি তামসায়, সবান্ধবে
কেটে যেত বেলা।


ঘুড়ি নিয়ে নদীর তীরে
যেতাম প্রতি প্রাতে।
নীল আকাশে উড়ত ঘুড়ি
লাটাই থাকতো হাতে।


হঠাৎ করে আসত তুফান
নদীর পাশটি ঘিরে।
যেমনি লাগত ঝড়ের ঝাপটা
সুতো যেত ছিঁড়ে।


শৈশবের ঐ মধুর স্মৃতি
নিত্য মনে ভাসে।
সেই সময়টি চলে গেছে
বন্ধুরা নেই পাশে।