পড়া লেখা করবে যারা
বিদ্যালয়ে গিয়ে।
তারাই নামছে জীবন যুদ্ধে
মাথায় বোঝা নিয়ে।


কলকারখানা, ইটের ভাটা,
চায়ের হোটেল যত।
সর্বত্র আজ কর্মে লিপ্ত
শিশু শত শত।


সারা বিশ্বে কর্ম করছে
শিশু শ্রমিক যারা।
শ্রমের তুল্য মজুরি যে
পায়না কভু ওরা।


কতো আইন আছে দেশে
শিশু শ্রমের তরে।
তবু কেন কঠিন বোঝা
ওদের মাথার পরে?


মুখোশধারী সমাজসেবী,
কোথায় তোরা আজ?
শিশুর মাথায় কাজের বোঝা
নেইকি তোদের লাজ!