যেথায় অন্যায়ে মরে অগণিত মানুষের দল,
সবল শক্তি দেখায়, গড়ে ক্ষমতার আস্তাবল।
যেথায় মজলুম মরে অবিচারে,
দুর্বল বন্দী থাকে ঐ কারাগারে নির্বাচারে।
যেথায় মজলুমেরা ন্যায় চাওয়াটা ও অন্যায়,
মনুষ্যত্বের সংজ্ঞা ভেসে গিয়েছে নির্যাতনের বন্যায়।
সমগ্র জাতী যেথায় ভদ্রতার মুখোশ পরে,
নিপীড়ন চালায় দুর্বল ধরে ধরে।


সেথায় আমরা দুর্বলেরা বেঁচে থাকার কী স্বার্থকতা?
এর চেয়ে বরং মরে যাই আজই ---
শুধু সবলেরাই টিকে থাকুক, থাকুক অনন্তকাল
আর বেঁচে থাকুক মনুষ্যত্বহীন অজস্র কঙ্কাল।