ধীরে ধীরে বদলে যাচ্ছে আমাদের এই ধরা।
বৃষ্টি হয়না আগের মতো লেগে আছে খরা।
উষ্ণতা আজ বাড়ছে বিশ্বে মানুষেরই কাজে।
কেমন করে বাঁচবে প্রাণী এই জগতের মাঝে।


চেয়ে দেখো রুক্ষ হয়ে পড়ে আছে জমি।
সূর্যের প্রখর তাপে জ্বলছে সারা বিশ্বভূমি।
নিঃশেষ হয়ে যাচ্ছে দেখো ভূগর্ভস্থ পানি।
কী পান করে থাকবে তখন ধরার যত প্রাণী?


নানা প্রকার অসুস্থতায় ধুঁকছে জীবন।
মানুষ নিজেই আনছে ডেকে নিজের মরণ।
দূষিত হচ্ছে আজ বাতাসের বিমল বায়ু।
আসছে ধ্বংস, কমে যাচ্ছে সৃষ্টির আয়ু।


এসি রুমে বসে ভাবছ এইতো আছি বেশ।
বাইরে এসে দেখো তুমি সমস্যার নেই শেষ।
অসুস্থ আজ পৃথিবীটা অসুস্থ তার মাটি।
কোনো কিছু যায়না পাওয়া এই জগতে খাটি।


চলো, পাল্টে ফেলি আজ এ ভীষণ পরিস্থিতি।
বৃক্ষ লাগাই, গড়ে তুলি সবুজ নীলের স্থিতি।
দূষণ রোধে সচেতন হই আমরা সবাই এবার।
বাসের যোগ্য হয়ে উঠুক এই পৃথিবী আবার।