নিজের ঘরে নিজের ভাষা
বলতে মানা করে।
এমন কথা শুনে ওরা
থাকেনি আর ঘরে।


হাতে নিয়ে ভাষার ঝাণ্ডা
প্রতিবাদ আর স্লোগান।
ঝাঁপিয়ে এবার পড়ল সবাই
রাখতে ভাষার মান।


ঢাকার পথে শহিদ হল
কত তাজা প্রাণ।
বুকের রক্ত দিয়ে সবাই
রাখল বাংলার মান।


বঙ্গ ভূমে উঠলো এবার
বাংলা মায়ের হাসি।
মধুর সুরে গেয়ে উঠলো
বঙ্গের মাঝি, চাষী।


একুশ মানে বঙ্গ মাঝে
বাংলার জন্ম দিবস।
একুশ মানে দুঃখ, বেদনা
সাথে জয়ের উল্লাস।


বাংলা ভাষা আন্দোলনে
ছিলেন শহিদ যত।
সবার প্রতি রহিল আমার
প্রণাম শত শত।