আজকাল এ ব্রহ্মাণ্ডে কেউ নেই সমৃদ্ধ,
সকলেই আমার মতো অভাবী।


চেয়ে দেখো পড়শীর প্রতি--
              কেউ অভাবী ভাত কাপড়ের,
              কেউ অভাবী একটু ভালোবাসার,
              কেউ কেউ জ্ঞানের অভাবী
              কেউ কেউ আবার মনুষ্যত্বের।


শুধু মানুষ নয়, তাকিয়ে দেখো সৃষ্টি জগতের প্রতি--
             পৃথিবী আজ অভাবী একটু সবুজের
              আর আকাশ অভাবী নীলের,
              মাটি অভাবী উর্বর শক্তির
              আর বাতাস অক্সিজেনের।
              পশু পাখি-- ওরাও অভাবী,
              ওরা আজ অভাবী নিজস্ব বাসস্থানের।


না, এ সৃষ্টি জগতে কেউ আজ সমৃদ্ধ নেই,
সকলেই কোনো না কোনো ভাবে অভাবী।