সত্তর বছর পরে প্রশ্ন জেগেছে এবার---
সংবিধান, তুমি কার?


তুমি নাকি ছিলে সকল জনতার,
ফিরিয়ে দিয়েছিলে বুঝি সকলের অধিকার;
তবে কেন আজ চারদিকে হাহাকার?
কেন শুনা যায় ক্ষুধার্ত শিশুর আর্তনাদ?
আকাশে বাতাসে কেন ভাসে ধর্ষিতা‌ নারীর চিৎকার?
সংবিধান তুমি কার?


সত্তর বছরেও পায়নি জনতা সম অধিকার,
দিকে‌ দিকে শুনা যায় পুত্রহারা মায়ের ক্রন্দন,
জয় ধ্বনি শুধু অরাজকতার!
ভোগ করতে পারেনি মানুষ তার মৌলিক অধিকার;
বিরহিত আজ জনগণ, উপায় নেই বাঁচার।
সংবিধান, তুমি কার?


কর্মক্ষেত্রে রয়েছে শত শত শিশু
কেউ বাসের কনট্রাকটর, কেউ হোটেলের ওয়েটার,
বঞ্চিত তাই অজস্র শিশু আজ
কোথায় তোমার শিশু আইন,
আর কোথায় শিক্ষার অধিকার?
সংবিধান, তুমি কার?


সত্তর বছর পরে প্রশ্ন জেগেছে এবার---
সংবিধান, তুমি কার? সংবিধান, তুমি কার?