হারিয়ে ফেলেছি আজ বাক স্বাধীনতা।
হারিয়ে ফেলেছি প্রাপ্য যত অধিকার।
স্বাধীন দেশেও কেন এ পরাধীনতা,
কেনো যায়না পাওয়া নিজ স্বাধিকার?
মানব সমাজে নেই যে সুশীল কাজ,
সুযোগ পেলেই বাঁধে কত যে কৌশল।
মুহূর্তে ধারণ করে দানবের সাজ,
ঠকাতে থাকে তাদের, যাহারা দুর্বল।


দেশ ও জাতির যারা ধারক, বাহক,
সাধু বেশে মিথ্যে বলে নানা ছলনায়;
বন্দি রাখে আজ গরীবের যত হক।
সমাজটা যেন ভরে গেছে যন্ত্রণায়।
তবু মনে জেগে উঠে অভিনব আশা,
তাইতো সমাজে বাঁধি ঐ প্রীতির বাসা।