রুক্ষ, শুষ্ক, পিপাসু এই জগত মাতা,
নেই বৃষ্টি, চারদিকে আজ শুধু খরা,
ঝরে গেছে গাছের সব রঙিন পাতা,
দিকে দিকে হাহাকার জমি যেন মরা।
শুকিয়ে গিয়েছে নদী-পুকুরের জল,
ধুলায় পূর্ণ আজ সকল রাস্তা ঘাট,
হাট-বাজারে দেখা যায় নীরস ফল,
পতিত ভূমি হয়ে রয়েছে সকল মাঠ।


তবু মনে জাগ্রত হয় নবীন আশা,
এইতো আসছে বসন্ত, ঝরবে বৃষ্টি,
ফুটবে পাতা, সাজাবে প্রকৃতির বাসা,
তাজা হয়ে উঠবে আবার এই সৃষ্টি।
আজ আছি শুধু সেদিনের অপেক্ষায়,
কবে যে আসিবে বসন্ত এই ধরায়!