খাঁচার উপর চামড়ার আবরণটা বড় সুন্দর
চলনে বলনে বেশ, দারুণ;
কিন্তু এটা একটা মিথ্যে ভ্রম,
সত্যটা বড় নির্মম, বড় কুৎসিত।


চামড়ার চোখ চামড়াকেই দেখতে পায়,
সত্যটা আড়ালেই চাপা থাকে;
সেটা দেখার জন্য চাই অন্তর্দৃষ্টি।


এটা সত্য যে সত্যটা চিরকাল চাপা থাকে না,
একদিন সত্যের নির্মম খাঁচাটা বেরিয়ে পড়ে,
সে ছবি বড়ই বীভৎস।


চামড়ার চোখে তখন শুধু ঘৃণা লজ্জা আর ভয়
কারণ সত্যটা সবসময় অপ্রিয় হয়।