(১)
জ্যৈষ্ঠের প্রখর রোদ,
বাবুদের দ্বারে দ্বারে এক বালক ঘুরছে,
ওর কাঁদে তলে আর হাতে বাটি,
উস্কখুস্ক চুল আর রুক্ষ শুষ্ক দেহটি ছিন্ন বস্ত্রে আবৃত;
চোখে মুখে রয়েছে ক্লান্তির ছাপ।


আমি সেদিনের অপেক্ষায় ---
যেদিন এই বালককে দেখে
কোনো বাবু আর দরজা বন্ধ করবে না;
বরং এগিয়ে এসে সাধ্যমতো সহায়তা করবে।


                       (২)
চারদিক অন্ধকার,
রাত প্রায় ন'টা বেজে গেছে,
তানিয়া বাস থেকে নামলো,
অফিস থেকে ফিরতে অনেক দেরি হয়েছে ওর;
রাস্তার পাশে একদল যুবক আড্ডা দিচ্ছে।


আমি সেদিনের অপেক্ষায় ---
যেদিন এই যুবকদল নিজের টর্চলাইট জ্বালিয়ে
তানিয়াকে বাড়ি পৌঁছে দিবে।
ওরা কোনো কটূক্তি করবে না,
তাকাবে না কামুক দৃষ্টিতে।


                     (৩)
কোনো এক বৈশাখের রাতে
এক পরিত্যক্ত দীঘি থেকে
একটা লাশ উদ্ধার করলো গ্রামরক্ষী বাহিনী।


আমি সেদিনের অপেক্ষায় ----
যেদিন এই লাশ বা খুনির জাত ধর্ম নিয়ে চর্চা হবেনা,
কেউ কোনো সাম্প্রদায়িক মন্তব্য করবে না,
এই লাশটা নিয়ে হবে না কোনো রাজনীতি।
বরং অপরাধীকে অপরাধী হিসাবে দেখা হবে
আর ন্যায় বিচার পাবে লাশের পরিবার।


জানিনা, কবে আসবে এমন দিন।
তবু আছি অপেক্ষায় ---
এমন একটা সুদিনের অপেক্ষায়।