আজ হেমন্তের সন্ধ্যা রাতে
আসামের বুকে নেমে আসল গভীর অন্ধকার,
নিমেষেতে আকাশ বাতাস সব স্তব্ধ হয়ে গেল।
চারদিক থেকে ঠাণ্ডা বাতাসে ভেসে আসছে
কান্নাভেজা আর্তনাদ আর হৈ‌ চৈ,
বলছে সবাই -- আর নেই, সবার প্রিয় তরুণ গগৈ!


হে মহানেতা, তোমার প্রয়াণে আমরা বাকরুদ্ধ,
অশ্রুসিক্ত আজ সবার নয়ন।
আমাদের ছেড়ে চলে গেছ তুমি -- দূর বহুদূরে,
অজানা প্রান্তরে, কোনো এক নতুন জগতে;
চলে গেছ তুমি আজ অনন্ত বিশ্রামে,
মহান স্রষ্টা পাঠিয়েছেন তোমায় শ্বাশত অবসরে।


না। হে মহানেতা, তোমার মৃত্যু হয় নি;
তুমি বেঁচে আছ আসামের ইতিহাস জুড়ে,
বেঁচে থাকবে সেথায় চিরকাল।
না, মরণ তোমায় ছুঁতে পারেনি, পারবে না;
তুমি চির জীবিত, তুমি অমর।
তুমি বেঁচে রবে নীরবে আসাম বাসীর অন্তরে।