রাত্রি গেল প্রভাত হল
উঠল সোনার রবি।
পুব আকাশে চেয়ে দেখো
আবির রাঙা ছবি।


স্নিগ্ধ আজি আকাশ বাতাস
ফাল্গুনের এই ভোরে।
গাছে গাছে ডাকছে পাখি
মিষ্টি মধুর সুরে।


মৃদু মৃদু বইছে বাতাস
ফুল ফুটছে বাগে।
এই প্রভাতে খুঁজছি তোমায়
হৃদয় ভরা রাগে।(স্নেহ)


তুমি হলে আমার গোলাপ
হৃদয় বাগের মাঝে।
তুমি বিনে এই জীবনে
দুখের ঘন্টা বাজে।


কোথায় গেলে তুমি আজি,
কোন ভ্রমরের আশে?
ভালোবেসে ফিরে এসো
আবার আমার পাশে।