নীরবে নিভৃতে কাঁদছে এই ধরণী
                       ক্ষত-বিক্ষত তার শরীর,
চারদিকে দূর্বৃত্তদের তান্ডবলীলা
                       বিশ্ব-বিবেক যেন বধির!


স্বার্থের দাসত্বে জরাগ্রস্ত আজি
                       মনুষ্যত্ব কিংবা মানবতা,
ভালোবাসার স্বর্গ অতীত এ জগতে
                          বিজয়ী হচ্ছে হিংস্রতা!


ঐক্য সংহতি এসব নিরুদ্দেশ
                         চলছে খেলা শুধু ধর্মের,
ভুগান্তি পৌঁচেছে চরম শিখরে
                         পরিণাম আপন কর্মের!


নিজ ভাইয়ের রক্তপান করে
                        যাঁরা পায় সর্বাধিক তৃপ্তি,
কেমনে হয় জীবের শ্রেষ্ঠ তাঁরা,
                      কেমনে বলি উন্নত জাতি?