জীবন পথের পথিক তুমি
পথটি নয়গো সোজা।
বিপদ আপদ আসবে অনেক
বাড়বে তোমার বোঝা।


বিপদ কালে ভয় পেয়ো না
শক্তি রেখো মনে।
সাহস নিয়ে চলতে শেখো
বলে বিজ্ঞ জনে।


ভীরু অনেক আছে ধরায়
ভীত সকল কাজে।
লেখাবে না তোমার নামটা
তাদের সূচীর মাঝে।


শঙ্কা কেন তোমার মনে,
ভাবনা কেন মিছে?
মানুষ রূপে জন্ম যখন
থাকবে কেন‌ পিছে?


বিপদ আসলে ধৈর্য্য ধরে
চলতে পারো যদি।
সফলতা তোমার সঙ্গে
থাকবে নিরবধি।