দুইটি দেহে একই স্বপ্ন একই আশা,
পরস্পরকে প্রাণাধিক ভালবাসা।
তবুও বিধাতা ছিনিয়ে নিল কোন খেয়ালে,
বিরহের বেদনা লিখে দিল কেন কপালে।


বহু বছর আগে পেয়েও হারিয়েছি যারে,
অন্তরে পাহাড়সম ভালবাসা রয়েছে আজো তাহার তরে।
আজো নির্ঘুম রজনী কাটে বুক ভাসে চোখের জলে,
এতো ভালবাসি তবু কেন চলে গেলে আমায় ফেলে?


ভালবাসি বুঝেও কেন হারিয়ে গেলে দুঃখ দিয়ে আমায়,
সব কিছু ভুলে ফিরে এসো এই বুকে আগের ঠিকানায়।
কতো ভালবাসি বুঝেছি সেটা তুমি চলে যাবার পরে,
প্রিয়জন হারানোর ব্যথায় আজো হৃদয়ে আমার রক্ত ঝরে।


মাধবী, আর বুঝি হবেনা দেখা রূপালী জোছনায়,
যতো দূরেই থাকোনা তুমি আজো ভালবাসি তোমায়।
তোমার কথা মনে হলে চোখে জল নেমে আসে,
এ জনমে তোমায় পাই বা না পাই পর জনমে থেকো পাশে।


************************************
রচনাকাল: ০৩/১১/২০২০খ্রিঃ
১৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি।
কোটবাড়ী, কুমিল্লা।