প্রথম যে দিন রেখেছিলাম পা এই সবুজ শ্যামল বার্ড প্রাঙ্গণে,
ভালো লাগার খোশ আমদেদ ছড়িয়ে পড়েছিল আমার দেহ ও মনে।
এখানে সারি সারি দেবদারু, সেগুন আর কেষ্ণচূড়ার শীতল ছায়া,
যতোই দেখি ক্যাম্পাসের চারিদিক বেড়ে যায় শুধু মায়া।


অচিন গাঁয়ের পথিক আমি ছেড়েছি আপন জন্মভূমি,
সবুজে ঘেরা এই নির্মল পরিবেশে হে বিধাতা ঠাঁই দিয়েছো তুমি।
সুবাসিত কতো ফুল ফোটে ইহার বাগে,
সবার তরে বিলিয়ে দিতে নিজেকে মনে বড় সাধ জাগে।


প্রাণ ভরে যায় আমার দেখিয়া গোলাপ, গাঁদা, জিনিয়া ও রঙ্গন,
আহা! কী মায়াময় নৈসর্গিক সৌন্দর্য্যে ভরা বার্ড প্রাঙ্গণ।
এখানে রয়েছে আম, জাম, কাঁঠাল সফেদা, লিচু, ড্রাগন আরো সুস্বাদু কত ফল,
সবকিছু ছেড়ে চলে যাবো যে দিন ঝরবে শুধুই আঁখি জল।


********************
রচনাকালঃ ০৮/০৭/২০২০খ্রি:, বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।