ইচ্ছে করে
মোঃ জাকির হোসেন জয়


কি এক অজানা আকর্ষণে আজো ফিরে পেতে ইচ্ছে করে তোমায়,
অবাক ব্যাপার! এই মন ডুবে আছে আজো তোমার মায়ায়।
হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখতে ইচ্ছে করে আবার,
লক্ষ বছর এই বাহুডোরে থেকো প্রিয় হারিয়ে যেতে দিব না তো আর।


স্বপ্নে দেখি আজো হাতছানি দিয়ে ডাকছো আমায়,
কি জাদু আছে তোমার প্রেমে এক মুহূর্ত ভুলে থাকা দায়।
জ্যোস্না প্লাবিত রাতে আজো খুঁজে ফিরি তোমায়,
ইচ্ছে করে আবার দেখা হউক রাতের নিস্তব্ধতায়।


বড্ড ইচ্ছে করে কুয়াশায় ঢাকা কোন এক রাতে,
শিউলীর মালা গেঁথে তোমার খোপায় পরাবো নিজ হাতে।
ঝিঁঝিঁরা বাজাবে সানাই, জোনাক জ্বলবে তোমার আগমনে,
খুব খুউব ইচ্ছে করে স্বপ্নিল একটি মুহূর্ত কাটাই তোমার সনে।


************************************
রচনাকাল: ২৬/০৯/২০২১ খ্রিস্টাব্দ,
১১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ,
চাঁনপুর, সদর, কুমিল্লা।