মাধবী, অটুট থাকে যদি সেই ভালোবাসা,
বেড়ে যাবে বহুগুণ বেঁচে থাকার আশা।
কখনো যদি ফিরে আস সব কিছু ছেড়ে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো দূর বহু দূরে।


সেথায় রামধনু হতে সাত রং নিয়ে-
সাজাব তোমায় মনের মতো,
অবাক হয়ে দেখবে তুমি, তোমায় ভালোবাসি কতো।
সেথায় চাঁদের আলোয় হাসনাহেনার ঘ্রাণে পুলকিত হবে সখা,
মধ্য রাতে ঘুম পেলে নয়নতারার বিছানায় এলিয়ে দিব গা।


রক্ত জবার পাঁপড়ি দিয়ে বানাবো তোমার নতুন গাউন,
পূর্ণিমাতে গাইবে তুমি, দখিনা হাওয়ায় জুড়াবে প্রাণ।
স্বপ্নের আবাস গড়ব আমি, রাখব তোমায় দেবীর মতো,
ফুলে ফুলে সুশোভিত হবে আঙ্গিনা মোদের পূর্ণ হবে স্বপ্ন যতো।


আমি হবো প্রজাপতি, তুমি হবে ফুল,
ভুলে যাবো দু’জনের আছে যতো ভুল।
ফিরে এলে তুমি খুশির বন্যায় ভেসে যাবো দু’জন,
মনোহারী রূপে গড়বো মোরা মোদের নতুন ভুবন।
********************************
রচনাকাল: ২৮/০৬/২০২২ খ্রিস্টাব্দ,
১৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ,
কোটবাড়ী, কুমিল্লা।