তোমার স্মৃতিময় প্রান্তরে আকাশে বাতাসে আজো তোমায় খুঁজি,
সেই প্রান্তরে গেলে আজো মনে মনে ভাবি এই তুমি এলে বুঝি!
এখনো ঐ মায়াপুরি গেলে হৃদয়ে অন্যরকম এক সুখানুভূতি পাই,
প্রেমে বিভোর হয়ে ভালবেসে মোরে সে তাঁর হৃদয়ে দিয়েছিল ঠাঁই।


তোমারে হারিয়ে ফেলেছি সেদিন লালমাই পাহাড়ের গহীন গাঁয়,
স্মৃতিকে হারানোর স্মৃতি বলো এতো সহজে কী ভুলা যায়?
সেই পিচঢালা রাস্তা সারি সারি গাছ সব ছেড়ে বহু দূরে এসেছি যে আজ,
তবুও পারিনা ভুলিতে তারে মনে পড়ে বারে বারে কতো ব্যথা হৃদয় মাঝ।


সব স্মৃতি ভুলে কোথায় হারিয়ে গেলে রাখলে না আমার কথা,
তবুও হার্দিক শুভ কামনা জানাই তোমায় তুমি রও না যেথা।
কী মায়ায় বেঁধেছিলে হায় আজো অমলিন তোমার স্মৃতি হৃদয় মাঝে,
যেখানেই থাকি যেভাবেই থাকি তোমার স্মৃতি থাকবে এই মনের মাঝে।
*****************************************
রচনাকাল: ০২/০১/২০২১খ্রিস্টাব্দ,
১৮ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ জমাঃ আউঃ ১৪৪২ হিজরি।
সদর, কুমিল্লা।