হঠাৎ দেখা
মোঃ জাকির হোসেন জয়


‘কেমন আছো?’ জানতে চাইলে তুমি,
কষ্ট চেপে বলেছি, ‘ভালোই আছি আমি।’
ইচ্ছে করে ডাকলে তুমি বসতে পাশে,
অবাক হয়ে তাকিয়ে থেকে বসা হলো না শেষে।
‘বিয়ে করেছি কিনা?’ জানতে চাইলে অভিমানে,
বলেই দিলাম তোমায় ছাড়া সম্ভব কেমনে।


কি আজব মেয়ে ‘কবুল’ তুমি বলেছ তাহলে,
শত উপমায় লেখা কবিতা সব গেল বিফলে।
এখন বুঝি সুখেই আছো তুমি,
তোমায় ছেড়ে ভালো নেই আমি।
আমার জন্যে একটুও বুঝি মায়া হয় না আর,
কী প্রয়োজন ছিল এমন ভালোবাসার!


আমার উপরে বিশ্বাস ছিল না বুঝি তোমার?
বললে তুমি, এখন এসব বলার কি দরকার।
কেন মিথ্যে সন্দেহে রাখোনি আমার খোঁজ?
বললে তুমি, ভালোবেসে এখনো স্মরণ করি রোজ।
তাহলে সবকিছু ছেড়ে চলে আসতে পারনি?
বললে তুমি, ভাগ্যের লিখন খণ্ডানো সম্ভব হয়নি।


অবাক হয়ে দেখি আমি তোমার দুটি চোখ,
তোমার সাথেই হারিয়ে গেছে আমার সকল রকম সুখ।
প্রাণাধিক ভালো আমি বাসিতাম তোমায়,
তবু কেন বেদনার সাগরে ফেলে দিলে আমায়?
বহুদিন পর হঠাৎ দেখা হলো এবার,
সুখে থেকো, ভালো থেকো, সময় হলো যে চলে যাবার।


***********************************
রচনাকাল: ১৮/০৯/২০২০খ্রিঃ
০৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ৩০ মহররম ১৪৪২ হিজরি। কুমিল্লা।