( মুজিব বর্ষ -২০২০ উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলী)


জাতির পিতা
মোঃ জাকির হোসেন জয়
==============


বজ্রকণ্ঠে দিলে  তুমি স্বাধীনতার ডাক,
স্বপ্ন তখন একটাই ছিল বাঙালি মুক্তি পাক।
ভালবেসে তুমি জয় করেছো সবার হৃদয়,
দিয়েছো মুক্তির স্বাদ আপামর জনতায়।


বাঙালির কল্যাণের জন্য জীবন করেছো পার,
তোমার জীবনী হোক মোদের সবার অনুপ্রেরণার।
বাঙালির গর্ব তুমি, স্বপ্ন তুমি, সবার অহংকার ,
তোমার মতো মহান নেতা আজো দরকার।


ইশ! ১৫ আগস্ট তোমায় শহিদ করেছিল যারা,
অপূরণীয় ক্ষতি বাংলার করেছিল তারা।
মরেও অমর আজ তুমি- ধরিত্রীর বুকে,
সুকীর্তি এখন তোমার, সবার মুখে মুখে।


বঙ্গবন্ধু তুমি বাঙালির স্বপ্নের জাদুকর,
বাংলাদেশের স্থপতি- স্বাধীনতার রূপকার।
পৃথিবীর বুকে আপন মহিমায় চির ভাস্বর তুমি,
হে জাতির পিতা, তোমায় কেমনে ভুলি আমি।


***************
রচনাকালঃ ০৩/০৩/২০২০, কুমিল্লা।