হে জীবন কর্ম করে আপন মহিমায় হও ভাস্বর,
ভুলে যেও না তুমি এ জাহানে নও অবিনশ্বর।
মরীচিকার পিছে ছুটোছুটি করে করেছ আয়ু ক্ষয়,
জীবন মানে কী হয়নি তো তোমার এখনো বোধোদয়।


                         ***
জীবন মানে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা,
জীবন মানে লক্ষ্যে পৌঁছাতে অটল থাকা।
জীবন মানে জনতার মাঝে নিজেকে বিলিয়ে দেয়া,
জীবন মানে সকলের সুখ-দু:খ আপন করে নেয়া।


                         ***
জীবন মানে লাভ-ক্ষতি না দেখে বাস্তবতা মেনে নেয়া,
জীবন মানে পরের কল্যাণে স্বীয় স্বার্থ বিসর্জন দেয়া।
জীবন মানে দু’চোখ ভরে স্বপ্ন পূরণের স্বপ্ন দেখা,
জীবন মানে হাজারো প্রতিকূলতায় বাঁচতে শেখা।


                         ***
জীবন তো নয় কাব্যিক ছন্দময় আছে জয়-পরাজয়,
সকল বাঁধা উপেক্ষা করে বিজ্ঞ হতে হবে তোমায়।
অধ্যবসায়ী হও, সময়কে লাগাও কাজে,
অশুভ যা আছে জীবনে তব দূর হোক বিষম লাজে।


                         ***
জীবনে নিয়মানুবর্তী না হলে তুমি সফল হবে না কোথাও,
এই ধরণী ছেড়ে স্বাধীন চিত্তে তুমি যেথা যেতে চাও।
জীবনে সময়ানুবর্তী না হলে তোমার স্বপ্ন হবেনা পূরণ,
হারিয়ে যাবে মহাকালে তুমি তোমার স্বপ্নের হবে মরণ।


             ***************
রচনাকালঃ ২৮/০৭/২০২০ খ্রি: , কুমিল্লা।