যদি ফিরে আসো
মোঃ জাকির হোসেন জয়


কখনো যদি ফিরে আসো আবার,
প্রতীক্ষায় থাকবো খুলে হৃদয়ের দ্বার।
কখনো যদি দেখা হয় আবার,
মাধবীলতা খোঁপায় পরিয়ে দেবো তোমার।
কখনো যদি ভালোবাসো আবার,
হারিয়ে যেতে দিব না তো আর।
কখনো যদি স্বপ্নে দেখা হয় আবার,
পালিয়ে যেতে দিব না তো আর।
কখনো যদি দেখা হয় আবার সাগরতীরে,
ভালোবাসতে দিও আমায় চুপটি করে।
কখনো যদি বসা হয় আবার পার্কের বেঞ্চিতে,
প্রাণ ভরে দিও আমায় তোমারে দেখতে।
কখনো যদি গোমতীতে ভাসি দুজন পানসীতে,
তোমার কোলে রেখে মাথা চাই আকাশটাকে দেখতে।
কখনো যদি দেখা হয় আবার টাপুর টুপুর বৃষ্টিতে,
চাইবে মন তোমায় নিয়ে হুড তোলা রিকশায় ঘুরতে।
কখনো যদি দেখা হয় আবার পূর্ণিমা রাতে,
সারারাত কাটিয়ে দিব গল্প করে তোমার সাথে।
কখনো যদি ফিরে আসো আবার হৃদয় নীড়ে,
তোমায় নিয়ে বাধবো স্বপ্নের ঘর সাগরতীরে।


**********************
রচনাকাল: ১৭/০৯/২০২০খ্রিঃ,
২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ মহররম ১৪৪২ হিজরি। কুমিল্লা।