কেন চলে গেলে এই নিষ্ঠুর সমাজে আমায় রেখে,
চলেই যদি যাবে, তবে কেন ভালবেসেছিলে?
কেন ভালবাসতে শিখিয়ে ছিলে গভীরভাবে।


ভালবাসা ভুলে কেন চলে গেলে দূরে,
আজো রয়েছো তুমি এই হৃদয় জুড়ে।
ভালবাসার বিনিময়ে কষ্ট দিলে আমায়,
কি ভুল ছিল বল, আমার ভালবাসায়?
কত্তো ভালবেসে ছিলাম তোমায়,
পুরনো স্মৃতিগুলো আজো আমায় কাঁদায়।


যে দিন তোমায় হারিয়েছি, আমি তো সেদিনই মরে গেছি!
বুকের মাঝে কষ্ট চেপে রেখে- ষোলটি বছর কেটে গেল আজ,
তোমায় ছাড়া শরীর বেঁচে আছে।
কণ্ঠস্বর ভারি হয়েছে, চুলে পাক ধরেছে, চোখে চশমা ওঠেছে,
সেই আগের মতো চঞ্চলতা আর নেই;
কত্তো পরিবর্তন আমার মাঝে
তুমি দেখলে না, চলে গেলে…।


********************
রচনাকাল: ১৭/০৫/২০২০