স্বীয় স্বার্থ সিদ্ধির জন্য সবাই ব্যস্ত যখন,
বিশ্বাস করতে পারিনা কাউকে আর আগের মতন।
বন্ধু রুপে ছদ্মবেশে ক্ষতির কলকাঠি নাড়ে যারা,
শ্রদ্ধা ও ভালবাসা পাওয়ার অযোগ্য নিকৃষ্ট কীট ওরা।


মুখোশধারী মানুষগুলো অন্তরে লুকিয়ে বিষ,
অন্যের অনিষ্ট চিন্তায় মগ্ন থাকে অহর্নিশ।
এরা ফন্দি করে বন্দি করে সহজ সরল মানুষকে,
সকল অপকর্ম করে রক্তচোষা প্রাণীরা মহাপুলকে।


বিপদে ফেলতে তারা কুণ্ঠিত নয় কভু,
এই ধরণীর বুকে নির্বোধ তুমি, ওদের বন্ধু ভাবো তবু।
খুব সহজে বিশ্বাস করে ঠকেছো বহুবার,
সময় এসেছে এইবার তোমার ঘুরে দাড়াবার।


***************
রচনাকালঃ ১৬/০৭/২০২০, কুমিল্লা।