‘পারবে না’ শুনে থেমে যেও না তুমি,
আপ্রাণ চেষ্টা করে দেখো পারবে তুমি।
অসম্ভব বলে সহসা কোথাও নেই কিছু,
দৃঢ় চিত্তে লেগে থাকো যে কাজের নিয়েছ পিছু।


‘পারবে না’ শুনে বাঙ্গালিরা যদি টানতো ইতি যুদ্ধের রেশ,
ভেবে দেখো হতো কি স্বাধীন সোনার বাংলাদেশ?
‘পারবে না’ জেনে মুসা ইব্রাহীম যদি পেত ভয়,
বাংলাদেশীর দ্বারা মাউন্ট এভারেস্ট পর্বত হতো কি জয়?


‘পারবে না’ শুনে চার্লস ব্যাবেজ যদি থামিয়ে দিত কাজ,
মানব ইতিহাসের শ্রেষ্ঠ বিস্ময় কম্পিউটার দেখতে কি আজ?
‘পারবে না’ শুনে বিজ্ঞানীরা যদি না করতো আশা,
নাসা কি পারতো মহাশূন্যে গড়তে তাদের বাসা।


‘পারবে না’ কথাটি রাইট ভাতৃদ্বয় যদি করতো বরণ,
আকাশে উড়ার স্বপ্ন মানুষের হতো কি পূরণ?
‘পারবে না’ শুনে গবেষকগণ যদি যেত থেমে,
নীল আর্মস্ট্রং চাঁদের বুকে নির্ভয়ে যেত কি নেমে?


তাই বলি ‘পারবে না’ শুনে আঁতকে ওঠো না ভাই,
যা ভাবতে পারে মানুষ করতে পারে তাই।
‘পারবে না’ শুনে থেমে যেও না আর,
প্রবল ইচ্ছা শক্তি ও ধৈর্য থাকলে বিজয় তোমার।
************************
রচনাকাল: ১৪/০৯/২০২০, কোটবাড়ী, কুমিল্লা।