প্রথম ভাললাগা ভালবাসা ভুলতে পারে না কেউ,
বয়সের দোষে হৃদয়ে থাকে তখন আবেগের ঢেউ।
স্বপ্নপূরণের নেশায় ছুটে চলে মিথ্যে আশায়,
একদিন হারিয়ে তারে কেঁদে শুধুই বুক ভাসায়।


ছেড়ে যাওয়া মানুষটা কখনোই ছিল না তোমার,
ভুল করেও কখনো তাকে জীবনে ডেকো না আর।
স্বেচ্ছায় চলে যাওয়া মানুষটা করেনি তো অভিমান,
সে ভালবাসেনি তোমায় এখন পেয়েছ তার প্রমাণ।


বিশ্বাস ভেঙ্গে যে চলে যায় তাকে ভুলে যাওয়াটাই শ্রেয়,
আবেগের বশে আবার তাকে ফিরে চাওয়াটা অন্যায়।
সরলমনারা বুঝতে পারে না বেঈমানদের নিখুঁত প্রেমের অভিনয়,
তবুও মানুষ ভুলতে পারে না তাকে প্রথম প্রেমের হলে পরাজয়।


*************************************
রচনাকাল: ০৭/১১/২০২০খ্রিস্টাব্দ,
২২ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি।
চানপুর, কুমিল্লা।