হে শঙ্কোস নদী আমার, তব শীতল শান্ত পানি,
নীরবে ডাকিছে আমায় দিয়ে হাতছানি।
তোমার বুকে ডিঙ্গি ভাসিয়েছি আমি কত শতবার,
অতীতের মতো প্রতিদিন দেখা হবে কি আবার!


সবুজ-শ্যামল কচাকাটার পাশ দিয়ে
এঁকেবেঁকে বয়ে চলেছো তুমি,
ধান, গম, ডাল চাষে আদর্শরুপে গড়েছো ভূমি।
শরৎকালে তোমার দু’ধারে ফোটে কাশফুল,
বর্ষায় উপচে পড়ে তোমারি দু’কূল।


শীতে স্কুল যেতে হাঁটুপানি পাড় হয়েছি
তোমার বুকে হেঁটে;
যৌবনে তোমার বুকে,
ভেসেছি পালতোলা নৌকায় চড়ে মনের সুখে।


দুর্গা বিসর্জন, যাত্রাপালা আর নৌকা খেলায়,
কতো পুলকিত হতাম ঐ সব মেলায়।
নীরবে যে ভালবাসা দিয়েছো তুমি,
এসবের কিছুই ভুলিনি আমি।


তোমার তরে হিয়ার মাঝে রয়েছে যে প্রীতি,
মনের গভীরে ভেসে ওঠে তাই তোমার স্মৃতি।


***********************
১৪/০৬/২০২০, চাঁনপুর, কুমিল্লা।