সুখের সাগরে ভাসছো তুমি, নাই বা নিলে খোঁজ;
ভালোবেসে প্রিয় আজো তোমায় স্মরণ করি রোজ।
অনেক অভিযোগ শুনেছি তোমার, তবুও হৃদয় সঁপেছি তব হাতে,
বিশ্বাস ছিল ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দাও যাতে।


ভালোবেসে তোমায় পেয়েছি শুধু বিরহী জ্বালা,
তোমার অপেক্ষায় থাকতে থাকতে শেষ হয়ে এলো বেলা।
প্রাণের গহিনে সঞ্চিত বাসনাগুলো পূরণ হবে না আর,
সদ্য লেখা কবিতাগুলো অপঠিত থেকে যাবে এবার।


ফুল, পাখি, চাঁদ-তারা সবার সাথে আড়ি,
তাকে ছাড়া বলো এ ধরায় আমি কেমনে বাঁচতে পারি?
দিবা-রাত্রি প্রতিটি ক্ষণে যাহার  নাম জপি মনে মনে,
প্রজাপতির ডানায় চেপে আসবে কি সে ফিরে এ জীবনে?


*****************************
রচনাকাল: ০৪/০৮/২০২১ খ্রিস্টাব্দ,
২০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ,
চাঁনপুর, সদর, কুমিল্লা।