সবুজে ঘেরা আমাদের প্রকৃতি বড়ই মায়াময়,
কত সুন্দর করিয়া সাজিয়ে দিয়েছ হে দয়াময়।
আমরা মানুষ পারি না কেন প্রকৃতির মতো হতে নির্মল,
যাতে পরের হিতে অন্তরে কারো না জ্বলে হিংসার অনল।


পরের দৈন্য দেখে কেহ যেন কভু নাহি হাসে,
সকলের সুখে আর দু:খে থাকি যেন মোরা সবার পাশে।
কারো যেন ক্ষতি মোরা কভু নাহি করে থাকি,
নিজের দায়-দায়িত্বে যেন মোরা নাহি দেই ফাঁকি।


লোভে পরে যেন মোরা মনুষ্যত্ববোধ হতে না যাই সরে,
হার্দিক শুভ কামনা থাকে যেন সব সময় সবার তরে।
ভালোবাসি, ভালোবাসবো খোদার সৃষ্ট জীবে ত্যাগিয়া সকল লাজ,
এভাবেই গড়বো মোরা প্রীতি ও বিশ্বাসের এক অনবদ্য সুখের সমাজ।


******************************
রচনাকালঃ০১/০৭/২০২০ খ্রি:
বার্ড, কোটবাড়ী, কুমিল্লা।