কেনো তুমি দিলে আমায় বুক ভরা ভালবাসা,
কেনো কেড়ে নিলে তুমি বেঁচে থাকার সবটুকু আশা।
কি কঠিন পরীক্ষায় ফেললে তুমি পারিনা সইতে,
কষ্টে বুক ফেটে যায় মাবুদ পারিনা কাউকে বলতে।


ষোল বছর আগে হারায়ে তোমাকে কেঁদেছি কতো রাত্রি জেগে,
হঠাৎ কোথা থেকে এসে ভাসালে আমায় কোন সে আবেগে।
ফিরে পেয়ে তোমায় সব কষ্ট গিয়েছিলাম ভুলে,
আবার আমায় একা ফেলে কেনো দূরে চলে গেলে।


বিদায় ক্ষণে বললে তুমি বন্ধু হয়ে পাশে থাকবে আমার,
তাহলে বলো কি প্রয়োজন ছিল তোমার ফিরে আসার?
বেঁচে থাকতে যোগাযোগ যদি নাই বা হয় তোমার-আমার,
কি প্রয়োজন ছিল বলো কাছে আসার ভালবাসার?


প্রিয়তমা আগের মতো করে আর কখনো দেখা হবে না হয়তো,
শুধু মনে রেখো, একটা পাগল প্রাণের চেয়েও তোমায় বেশি ভালবাসতো।
তুমি ফিরে আসবে না জেনেও রাত্রি জেগে তোমায় নিয়ে কবিতা লিখতো।
স্বপ্ন পূরণ হবেনা জেনেও তবুও তোমায় ভালবাসতো… ভালবাসতো।


******************************************
রচনাকাল: ২৬/১০/২০২০খ্রিঃ
১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। কুমিল্লা।