তোমার অবর্তমানে নিজেকে মানিয়ে নিয়েছি,
পুরনো স্মৃতি নিয়ে আজো বেঁচে আছি।
আগের মতো অপেক্ষারত আত্মাটা আর ছটফট করে না,
ফুলে ফুলে সাজিয়ে দেয়ার  ইচ্ছাটাও জোড় পায় না।


আজ পূর্ণিমা রাতে ভরা জোছনায় ভেসে যাচ্ছে প্রকৃতি,
মৃদু সমীরণের স্পর্শে মনে পড়ছে পুরনো অনেক স্মৃতি।
গভীর রাতে শেয়ালের হুক্কা-হুয়া মিছিলে সরগম নিশি,
ঘুমিয়ে পড়েছে সবাই শুধু ঘুমহীন চোখে আমি জেগে আছি।


জীবনের হিসেব-নিকেশ করছি আপন মনে,
অসময়ে কেন দেখা হয়েছিল প্রিয় তোমার সনে।
তুমি ভালোবেসে রাখোনি আমায় মনে,
তাই তো পাওয়া হলো না তোমায় এ জীবনে।


***************************
রচনাকাল: ২৮/০২/২০২১ খ্রিস্টাব্দ,
১৫ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ,
এসএফসিএল নিউ কলোনি, ফেঞ্চুগঞ্জ, সিলেট।