আমার সবটুকু জুড়ে যেদিন তুমি ছিলে,
তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচার ইচ্ছে ছিল না দিলে।
বাস্তব সত্যটা কখনো জানাই হতো না তুমি ভুলে না গেলে,
তোমাকে ধন্যবাদ, তুমিই আমার আমিকে চিনিয়েছিলে।


‘তোমাকে ছাড়া বাঁচবো না’- চরম মিথ্যে কথা,
দিব্যি এখনো বেঁচে আছো দিয়ে বুকে শত ব্যথা।
কষ্ট জমিয়ে জমিয়ে হৃদয়ে গড়েছি কষ্টের পাহাড়,
‘ভাল থেকো’ ভুল করেও তোমাকে চাইবো না আর।


যেমন চেয়েছ তেমন পেয়েছ কত সহজে জানিয়ে দিলে,
ভুলে গেলে সব, তুমিই এ জীবনে স্বপ্নের নায়িকা ছিলে!
কত্তো ভালবেসেছি তোমায় তবুও ভালবাসা হারিয়ে গেল,
চিঠিতে যা লিখেছো তুমি তার সবি কী মিথ্যে ছিল?


বুঝলাম শেষে ভালবাসা আমার তোমার কাছে একেবারেই মূল্যহীন,
তবুও কিসের আশায় কেন তোমার তরে নিজেকে আমি করছি বিলিন?
আহা! ভালবাসা, বাস্তবতায় চিরতরে হারিয়ে তোমায় হৃদয় হলো শূন্য,
তোমাকে ধন্যবাদ, নতুন করে বাঁচতে শিখিয়েছ আমায় নিজের জন্য।
*****************************************
রচনাকাল: ২১/১১/২০২০খ্রিস্টাব্দ,
০৬ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৫ রবিউস সানি ১৪৪২ হিজরি।
সদর, কুমিল্লা।