দিলকি দিল জানে, কেসা হ্যা যায়া
সুরের শৌরয মেশে ঐষ্যরয্য রাগে রাহা হ্যা রাহা,
তান কি তান মিলে গান কেছা মিল গিয়া
প্রনেয়ই প্রাণ নাঁচে, চঞ্চলা হ্যায় বিলাসী। যমুনা ।


আঁচলে মুখ ঢাকা, কপোলে উলকি আকাঁ
সজনে পাতার ফাকে একেঁবেকেঁ মুখ দেখা,
তমসায় চাঁদ হাসে তাই সখা-সখারিতে হাতে হাত রেখে পথ চলা
জেগে উঠে শতো অাশায়, ভালবাসায়, মেরি কেসা হ্যা বিলাসী । যমুনা ।


ছোট ছোট ধূলিকণা, গড়ে তুলে পৃ‍থ্ৱী, কি দারুণ সুজলা-সুফলা
নদী হয়ে সাগর, অথৈ জলে উথলা, দেখ প্রেম ভিখারিনী বেহুলা,
কিসের টানে হৃদয়ে বান ভাসে, চোখে অাসে জল, যখন তুমি একেলা
আমি বলি ফিরে এসো বিলাসী । যমুনা, ঐ যে সেইম বেহুলা ।


দিলকি দিল জানে, কেসা হ্যা মায়া
গোলাপ সুগিন্ধ রাগে তুমি হাস-অামি হাসি, এইতো চাওয়া-পাওয়া,
বাতায়ন পাশে তুমি-অামি তাই অনুভবে জুড়ায় প্রাণ, বহে শান্ত হিমেল হাওয়া
একান্তে মেরা দাঁড়িয়ে পাশা-পাশি-অামি বিচঞ্চল। অার তুমি সাখি বিলাসী । যমুনা ।