অামি বাতায়ন অারশীতে দেখেতেছি বসে
ঐ যে বনে ফুঁটেছে অাজি শরতের কাঁশ ফুল,
গগনে তার উড়িছে ডানা, যেন নেই কোন মানা
দুটি বিহঙ্গ পাশা-পাশী বসে বনলতায় খাইছে দোল ।


পলাশ-টগর, ময়না-টিয়ে, দোয়েল পাখি-বুলবুল
সুঁক-সাঁড়িতে হেরিছে হিয়ার, বলিছে কতো কথা সুখের,
অাহা অাকাশ মেঘে ঢাকা, হাঁকিছে  বজ্র প্রচন্ড চঁটুল
তুমি-অামি দেখেছি কতো স্বপ্ন,গড়িতে নীড় বসন্তের।


বিজন তিমির নিশিতে নিথর, নিস্তব্ধ চািরিদক
দূরে অনেক দূরে জ্বলিছে অালোক করে মিটিমিটি,
অামি ডাকি, বিহঙ্গ গাহে মোর সাথে হয়ে নির্বিক
চলো তুমি-অামি এক সাথে, পথ অজান্তে, দিয়ে কাজকে ছুটি।


অামি হারিয়েছি কতো স্বপ্ন, হারিয়েছি দীঘল অতীত
পেতে চাইনা সৌধ সমাহার, বাড়ী-গাড়ী-অজস্র টাকাকঁড়ী,
অামি বুনিতে চাই একটি সুখনীড়- কুটির, শুনিতে পাখিদের গীত
যেথা থাকিবে কূয়াশা ভরা সকাল -শিশির ভেজা ঘাস, আর জলাশয়ে পানকৌরী।