--।--০০।০০----০০।০০--।--০০।০০--।--


স্নিগ্ধা তুমি আসবে বাগানে, আজ বিকেলে
তাই আমি দিয়েছি কল এই সকালে।


ঝির ঝির বাসন্তী সমীরণ বহিছে, গায়ে স্পর্শে কি মনোরম!
বায়ূর তানে বাজিছে তমাল পত্র, কর্ণে লাগিছে যেন সরগম।


বিথি বিহঙ্গ, সখা সখী, দেখা দেখি এইতো হেতু পরিচয়ের
এভাবেই তো জাগে মনো ঢংগো প্রেম জয়ের।


বাগানে ঘাস ফুল, আড়ালে রজনীগন্ধা, ঐ যে গোলাপে নাচিঁছে ভ্রমর
স্নিগ্ধা তুমি আসবে কিন্তু,আমরা যাব ঐ পল্লীতে, ছেড়ে এই ইটের শহর।


ঐ পল্লীতে বর্ষা দেখব, নৌকোয় চড়ব, সবুজে হবো বিলীন
শাপলার হাসিতে মিশে যাব মোরা, কেউ খোঁজেও পাবেনা আমাদের- দিয়ে দূরবীণ।


হারিয়ে যাব হাজারো পাখির ভীড়ে, মিশে যাব সন্ধ্যা তারায়
গাহিব ডাহুকের সঙ্গে গান, নিশিতের তিমির প্রভায়।


স্নিগ্ধা অথৈ তুমি হবে মোর সই
তোমার সকল হারালেও, যেন আমি রই।


বৃষ্টি ভেজা বাগান আমার, কূয়াশায় ঘেরা প্রভাত
শপথ মোদের হইনো তাতে-একে অপরে রেখে হাত ।।