তোমার সাথে ভেসেছিলাম প্রেম সাগরে আমি
আস্থা ছিলো আমার সাথে উঠবে তীরে তুমি।
বেয়েছিলাম তরী খানি নিখাঁদ প্রেমের স্রোতে
আস্থা ছিলো বিশ্বাস ছিলো প্রেমের শুভ প্রাতে।


দিয়েছিলাম মনটা তোমায় থাকবো তোমার সাথে
বাঁধবো সুখের ঘরখানি মোর বাঁধবো বাসর রাতে।
খাটি ছিলো প্রেম যে আমার বুঝতে তুমি ঠিক
তবে কেনো বসলে বেঁকে মারলে আমায় কিক।


কারণ ছাড়া আজকে আমায় করলে অবহেলা
একদিন তুমি কাঁদবে জেনো কাঁদবে সারাবেলা।
গভীর রাতের নদীর মাঝে আজকে আমি একা
আসবে সামনে বুঝবে সেদিন বুঝবে তুমি সখা।


দোষ ছিলো না ভুল ছিলো না ছিলো না কোনো ত্রুটি
তবে,কেনো আজকে দিলে প্রেম থেকে মোর ছুটি।
ডুবেছিলাম নিখুঁত প্রেমে শুধু তোমার জন্য
দেখতে হলো আজকে তোমার মুখখানি যে ভিন্ন।


হয়তো আমি থাকবো না আর প্রেম সাগরের মাঝে
কাঁদবে তুমি আমার জন্য সকাল সন্ধ্যা সাজে ।
ঠিকই আমি থাকবো না আর তুমি ই রবে একা
পাবে না কেউ খুঁজে আমায় হবে না আর দেখা।


ভাসবে তুমি চোখের জলে আসবে এমন দিন
শুধিয়ে নেবো সেদিন আমি তোমার যতো ঋণ।