আইন দিয়ে হবে সবই আইন যদি মানো
কেউ বা বলে হয়নারে ভাই আইন দিয়ে জানো।
আইন ছাড়া হয়না কিছু আইন ই সমাধান
যারা বলে হয়না কিছু তাদেরকে সাবধান।


দায়িত্ব সবার আইন মানা আইন মানতে হয়
না মানলে তার ফলস্বরূপ জাতির ক্ষতি হয়।
গাড়ি চলে ইচ্ছে মতো ক'রে ওভারটেকিং
রডের জায়গায় বাঁশ দিয়ে বানায় আজ বিল্ডিং।


ইট সিমেন্ট সুরকি বালু ঘর বানাতে চাই
কেমন করে করবো বাড়ি ভেজাল ছাড়া নাই।
ফি বছর রাস্তা বানায় মাস তিনেক পরে
ছাল চামড়া সব উঠে যায় কে বা তাদের ধরে।


লোন নেবে তদবির ছাড়া পাস হবে না ফাইল
ঘুরতে ঘুরতে উঠবে সুতা হবে শেষে কাহিল।
কতো কি আর বলবো আমি আছে অনেক কথা
আছে সবার জানা অনেক বললে পাবে ব্যথা।


এসব কিছু থেকে যদি বাঁচতে সবাই চাই
কার্যকরী করতে হবে আইন সবটাই।
অপরাধী যে-ই হোক আইন সবার জন্য
হয় য্যানো একই সেটা হয় না য্যানো ভিন্ন।


নিজের থেকে আইন মেনে শ্রদ্ধা করো সবে
অপরাধ থেকে দূরে থেকে রক্ষা করো তবে।
আইন শুধু নয়তো আইন আইন আনে শান্তি
আইন ছাড়া চললে সবাই আনবে টেনে অশান্তি।


তাই বলি আইন মানো সবাই আইন জানো
আইন মানার অভ্যাস করে শান্তি বয়ে আনো।
যে যা বলে বলুক লোকে আইন ছাড়া ভাই
বাঁচার উপায় নাই রে কোনো বাঁচার উপায় নাই।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কালঃ
সময়ঃ ১৭-১৪ মিনিট
তারিখঃ
বাংলা # ২০ পৌষ ১৪২৭
ইংরেজি #০৪-০১-২০২১