আসার সময় আসি একা
যাবার সময় একা
মাঝখানেতে অনেক লোকের
হয় যে সাথে দেখা।


কতো লোকে কতো কাজে
এরই মাঝে আসে
সুখ সুবিধার সুযোগ নিয়ে
বুক ফুলিয়ে হাসে।


সুখের সময় মধুর খোঁজে
ঘোরে আসে পাশে
সুযোগ বুঝে কেটে পড়ে
বিপদ যখন আসে।


বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
যতোই আপনজন
কেউ কারো নয়রে আপন
নয়রে বুঝো মন।


বিপদে যায় বন্ধু চেনা
বন্ধু আপন কে
আপন বলে নাইরে কেহ
নাইরে বন্ধু যে।


বিপদ এলে পেছন থেকে
যায় রে সবাই সরে
থাকে না কেউ কারো সাথে
থাকে না কেউ ওরে।


আসলে কেউ রয় না পাশে
সবাই থাকে একা
হাহাকার আর শূন্যতা ই
সদাই করে দেখা।


আসলাম ভবে একলা আমি
যাবো ছেড়ে একা
ছিলাম ভবে একলা আমি
কেউ দিলো না দেখা।


শূন্য হাতে যাচ্ছি আজি
নিথর দেহখানি
এ পৃথিবীর জন্য সবার
মিছে হানাহানি।


সময় থাকতে বোঝে না কেউ
বোঝে না কেউ ভবে
মারা গেলে আর কি কভু
বোঝার সুযোগ হবে।


বাংলো
জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ


প্রকাশ কাল
সময়ঃ০২-৪৯মিঃ
তারিখঃ১০-০৭-২০২০ইং